এল ক্লাসিকোতে ড্র করে লিগে অপরাজিত চ্যাম্পিয়ন বার্সেলোনা

|

এল ক্লাসিকোতে ১০ জনের দল নিয়েও বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে। গোল করে রেকর্ড করেছেন দুই বিশ্বসেরা ফুটবলার লিওলেন মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ড্রয়ের ফলে লা লিগায় এখন পর্যন্ত টানা অপরাজিত থাকার রেকর্ডটি ৪২ ম্যাচে নিয়ে গেলো বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৩১ মিনিট, সুয়ারেজকে আঘাত করেন ভারানে। যার জের ধরে লুকা মডরিচের সঙ্গে জর্ডি আলবার হাতাহাতি।

মিনিট দশেক পর আবারো মুখোমুখি অবস্থানে দাড়ান লুইস সুয়ারেজ আর সার্জিও রামোস। এর কিছুক্ষণের মধ্যেই সেই রামোসকে লিওনেল মেসি ফাউল করতে বোঝার বাকী থাকেনা কেমন ছিলো ম্যাচের উত্তাপ।

তবে ন্যু ক্যাম্প শান্ত হয় প্রথমার্ধের ইনজুরি সময়ে সার্জিও রবার্তো লাল কার্ড দেখলে। লিগ শিরোপা নির্ধারিত হয়ে গেলেও চিরপ্রতদ্বন্দীর ঐতিহ্যের লড়াইয়ে জঙ্গী মনোভাব ছিলো দু’দলের। তবে উত্তজনার আগেই অবশ্য ফুটবলীয় সৌন্দর্যের দেখা পায় ন্যু ক্যাম্পের প্রায় ১ লাখ দর্শক।

ম্যাচের ১০ মিনিটেই উৎসবের উপলক্ষ এনে দেন সুয়ারেজ। এটি লিগে তার ২৪ তম গোল। অবশ্য উজ্জিবিত কাতালানদের স্তব্ধ করতে ৫ মিনিটের বেশী সময় নেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। স্কোরশিটে নাম তুলে এল-ক্লাসিকোতে আলফ্রেডো ডি স্টেফানোর সমান ১৮ গোল করেছেন সিআরসেভেন।

রোনালদোর শেষ থেকেই যেন মেসির শুরু। দ্বিতীয়ার্ধের মেসির নয়ন জুড়ানো ধ্রুপদি গোলে আবারও লিড পায় বার্সা। ক্যাম্প ন্যু’তে এল-ক্লাসিকোয় সর্বোচ্চ ৭ গোলের নতুন রেকর্ডও গড়ে ফেলেন মেসি।

শেষবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা আন্দ্রেস ইনিয়েস্তা বিদায় বলেন ৫৮ মিনিটে। কিন্তু তার বিদায়টা অবশ্য জয়ে স্মরণীয় করতে পারেনি কাতালানরা। কেননা ম্যাচের ৭২ মিনিটে গ্যারেথ বেলের গোলে ২-২ এর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

তারপরেও অবশ্য লিগে বার্সেলোনার অপরাজিত চ্যাম্পিয়ন হবার পথটা রুখতে পারেনি রিয়াল। ম্যাচে জয় হাতছাড়া হলেও ম্যাচ শেষে অধিনায়ক ইনিয়েস্তার সম্মানে এমন আনন্দ আয়োজন ছিলো ন্যু ক্যাম্পে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply