যান চলাচলের জন্য জুনের মধ্যে উন্মুক্ত হবে পদ্মা সেতু: কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

এ বছরের জুনের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রায় তিন বছর পর নোয়াখালী জেলার কোম্পানিগন্জে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানেই পদ্মা সেতু নিয়ে এ কথা বলেন তিনি।

করোনার মহামারির পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ বিরতির পর নিজ নির্বাচনী এলাকা সফর করলেন ওবায়দুল কাদের। হাজারো নেতাকর্মী এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে স্বাগত জানান। বাসভবনে পৌছে প্রথমেই পিতা, মাতার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নির্বাচনী এলাকায় সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: আরএসএফ’র প্রতিবেদন বিদ্বেষপ্রসূত: তথ্যমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply