বালুতে মুখ গুঁজে রেখেছেন সুচি: অ্যামনেস্টি

|

রোহিঙ্গা ইস্যুতে বালুতে মুখ গুঁজে রেখেছেন সুচি, এমন দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার, জাতির উদ্দেশে দেয়া সুচির ভাষণের প্রতিক্রিয়ায় এক লিখিত বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ এমন মন্তব্য করেন।

তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে সুচির দেয়া ভাষণ অসত্য ও ত্রুটিপূর্ণ তথ্যে ভরপুর । নিরাপত্তা বাহিনীর নৃশংসতার কথা না বলে বরং নিপীড়িত রোহিঙ্গাদের ওপরই দায় চাপানোর চেষ্টা করেছেন সুচি।রোহিঙ্গাদের বাংলাদেশে পলায়ন নিয়ে উদ্বেগ জানালেও সেখানে সেনাবাহিনীর অভিযান নিয়ে নীরবতায় সুচির সমালোচনা করে অ্যামনেস্টি।

সুচির দাবি অনুযায়ী আন্তর্জাতিক তদন্তে যদি মিয়ানমার সরকার ভীত নাই হয়, তবে হামলার শিকার এলাকাগুলোতে জাতিসংঘের তদন্ত দল প্রবেশে বাধা দেয়া হচ্ছে কেনো এমন প্রশ্নও করা হয় অ্যামনেস্টির ঐ বিবৃতিতে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply