ঢাকায় আসতে নৌপথের যাত্রীদের কোনো দুর্ভোগ হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

|

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকায় আসতে নৌপথের যাত্রীদের কোনো দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ভালোভাবে মানুষ বাড়ি গিয়ে ঈদ পালন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে ইদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা জানান। বলেন, দুই বছর পর গোটা জাতি ঈদ উৎসবে মেতেছিল।

এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাওয়া ঘাটে অতিরিক্ত যাত্রী চাপ এবং ফেরি চলাচলে বিধিনিষেধ থাকায় দুর্ভোগ হয় মানুষের। ঢাকায় ফিরতে মাওয়া ঘাটের পরিবর্তে পাটুরিয়া ঘাট ব্যবহার করা উত্তম হবে। নৌযাত্রা আরও নিরাপদ ও আরামদায়ক করতে সরকার বদ্ধপরিকর।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply