ফারমার্সের শেয়ার কেনার বাধা কাটলো রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের

|

দুর্নীতিতে ডুবতে বসা ফারমার্স ব্যাংকে বিনিয়োগের সুযোগ দিতে কোম্পানি আইনের ৩টি ধারা থেকে অব্যাহতি রাষ্ট্রায়াত্ত্ব চার ব্যাংক ও আইসিবিকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো গভর্নরের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতা বলে সোনালী, জনতা, রূপালী এবং অগ্রণী ব্যাংকে শেয়ার ক্রয় এবং ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক এবং ২৬ক ধারা থেকে অব্যাহতি দেয়া হলো। এর ফলে রাষ্ট্রায়াত্ত্ব একক কোম্পানি হিসেবে ফারমার্স ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয় এবং ধারণ করতে পারবেন। বর্তমান আইনে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারে না। এ জটিলতা থেকে রেহাই দিতে শেয়ার ক্রয়ের পাশাপাশি ফারমার্স ব্যাংকের পরিচালক নিয়োগের জন্য চার রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালককে ২৩ (১) ক ধারা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply