পশ্চিমবঙ্গে একসঙ্গে ১০৮ জুটির বিয়ে

|

ছবি: সংগৃহীত

একসাথে শতাধিক জুটির বিয়ে! এমন কাণ্ড ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। রোববার (৮ মে) শিলিগুড়ির সমাজসেবামূলক সংগঠন বানবাসি কল্যাণ আশ্রমের উদ্যোগে একসাথে গাটছড়া বাঁধে ১০৮টি জুটি।

পাত্র-পাত্রীরা সবাই নিম্নবিত্ত পরিবারের। যাদের বিয়ের খরচ বহনের মতো সামর্থ্য নেই। বিয়েতে উপস্থিত ছিল বর কনের আত্মীয়-স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা।

অঞ্চলটির রীতি অনুযায়ী বিয়ের মূল আনুষ্ঠানিকতার সম্পূর্ণ খরচ দিতে হয় মেয়ের পরিবারকে। এছাড়া ওই অঞ্চলে যৌতুক প্রথাও ব্যাপকভাবে প্রচলিত। এ ধরনের সামাজিক সঙ্কটে দরিদ্র ছেলেমেয়েদের পাশে দাঁড়াতেই প্রতিবছরই গণবিয়ে আয়োজন করে সংগঠনটি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ও বর্তমান এমপির বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা

গত ১১ বছর ধরেই আয়োজিত হয়ে আসছে এই গণবিয়ে। তবে করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর বন্ধ ছিল এই উদ্যোগ। বিয়ে শেষে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয় জামা, কাপড় ও সংসারে ব্যবহারের বিভিন্ন জিনিস। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম আজকাল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply