পিকে হালদারের সহযোগী পূর্ণিমা ও স্বপনের বিরুদ্ধে দুদকের মামলা

|

পূর্ণিমা রাণী হালদার ও তার স্বামী স্বপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা দু’জনেই আলোচিত পিকে হালদারের সহযোগী।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান।

নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও সম্পদ বিবরণী দুদকে জমা না দেয়ায় এ দু’জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাঈদ মাহবুব খান বলেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে রেড এলার্ট জারি করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য নথিপত্রও সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, মামলায় পূর্ণিমার বিরুদ্ধে ২ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকা এবং স্বপন কুমার মিস্ত্রির বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ২২ হাজার ৫২২ টাকা জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply