রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ শিশুসহ ৬

|

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছে দুই শিশুসহ ৬ জন রোহিঙ্গা। তাদেরকে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এই ঘটনাটি ঘটেছে।

আহতরা হলো- নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা ২ জন। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক। তিনি জানান, সকালে নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply