সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

|

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে মুখোমুখি সংঘর্ষে বরিশালগামী একটি লঞ্চের ভেতরে ঢুকে গেছে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চের গলুই।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের কাছে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, সকাল ৮টার দিকে লালকুঠিঘাট থেকে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চ বরিশালের উদ্দেশে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা এমভি সাব্বির ২-এর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এমভি সাব্বিরের গলুই গ্রিনলাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিনলাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন যাত্রী আহত হন বলে জানান এনামুল হক।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। গ্রিনলাইনের লঞ্চে থাকা তিন শতাধিক যাত্রীকে যাত্রা বাতিল করে ঘাটে ফিরিয়ে আনা হয়। আহত যাত্রীকে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply