মাদক সরবরাহের সময় হাতেনাতে আটক কবুতর!

|

ছবি: সংগৃহীত

মাদক পাচারের দায়ে ব্যতিক্রমী এক আসামিকে আটক করলো লাতিন আমেরিকার দেশ পেরু। মাদকসহ হাতেনাতে আটক করা হয় একটি কবুতরকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পেরুর পুলিশ জানিয়েছে, জেলের ভেতর অপরাধীদের কাছে মাদক সরবরাহের কাছে ব্যবহৃত হতো পাখিটি। মঙ্গলবার আটকের সময়ও দেখা যায়, এর গলায় ছোট পুটলিতে বাঁধা মাদক। যাতে প্রায় ৩০ গ্রাম গাঁজা ছিল।

হুয়ানকায়ো জেলের পাশে জমে থাকা বৃষ্টির পানি পান করার সময় কারারক্ষীদের নজরে আসে কবুতরটি। কোন চক্র এ পাখিকে মাদক সরবরাহের কাজে ব্যবহার করছিল- তা জানতে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply