সফর বাতিল করায় পিসিবির কাছে ক্ষমা চেয়ে কিউই বোর্ডের ক্ষতিপূরণ

|

ছবি: সংগৃহীত

নিরাপত্তা হুমকির অজুহাত তুলে পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু একটি ম্যাচ শেষ হওয়ার পরই নিরাপত্তা হুমকির উড়ো খবরে সফর বাতিল করে কিউইরা। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে পিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিল রমিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরে কিউই বোর্ড তাদের সিদ্ধান্তের জন্য ক্ষমা চায়। ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দেয়া হয়। তবে ক্ষতিপূরণের অঙ্ক প্রকাশ করেনি কোনো বোর্ড।

সেই সাথে, ২০২৩ সালে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার বড় ধরনের সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। সাদা বলের ১০টি ম্যাচ সে সময় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মাথায় আঘাত করে খুন; সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের কারাদণ্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply