গণতান্ত্রিক সরকারের দাবিতে আবারও উত্তাল সুদান

|

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক সরকারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে সুদানের পরিস্থিতি। বৃহস্পতিবার রাজধানী খার্তুমের রাজপথে নেমে আসে হাজারো বিক্ষোভকারী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ সময় সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান আন্দোলনকারীরা। একই সাথে খাদ্য ও জ্বালানির দাম কমানোর দাবিতেও সোচ্চার ছিলেন তারা। এদিন শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা।

গত বছর থেকেই একই দাবিতে তীব্র আন্দোলন ছড়ায় আফ্রিকার দেশটিতে। সেসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু প্রাণহানির ঘটনা ঘটে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply