নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ

|

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো দেশটির অভিবাসন মন্ত্রণালয়। শনিবার, সকালে আসে এ ঘোষণা।

এর আগেই, টুইটার বার্তায় নাজিব রাজাক জানান, নির্বাচনে পরাজয়ের ধকল কাটিয়ে উঠতে কিছুদিনের জন্য পরিবারের সাথে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন তিনি। এগুজব ছড়িয়ে পড়ে অর্থ কেলেঙ্কারির বিচার প্রক্রিয়া থেকে বাঁচতেই স্বস্ত্রীক দেশ ছেড়ে পালাচ্ছেন তিনি। নাজিবের বিরূদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০০ কোটি ডলারের সম্পদ লোপাটের অভিযোগ রয়েছে।

অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন ষাটোর্ধ্ব এই নেতা। গেলো সপ্তাহে হওয়া সাধারণ নির্বাচনে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের কাছে পরাজয় বরণ করে তার জোট। বৃহস্পতিবার দেশটির ৭ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৯২ বছরের মাহাথির। নতুন মন্ত্রিসভায় রয়েছেন জোট প্রধান আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও সন্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply