সংসার নাকি সাকিব, কোনটি সামলানো কঠিন; যা বললেন পাপন

|

যমুনা টিভির সাথে আলাপচারিতায় নাজমুল হাসান পাপন।

পঞ্চপাণ্ডব, সভাপতি হিসেবে নিজের মেয়াদকাল, ডমিঙ্গো-নান্নুর মেয়াদ, সাকিবের অধিনায়কত্ব- এমন বিভিন্ন বিষয় নিয়ে যমুনা টিভির সাথে খোলামেলা কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সংসার নাকি সাকিব; কোনটি সামলানো বেশি কঠিন। এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ও (সাকিব) যাই করে, প্রকাশ্যে করে।

যমুনা টিভির সাথে আলাপচারিতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিব খুবই সোজাসাপ্টা বলে ও করে। লুকিয়ে করে না। ও যা বলে বা কী চায়, তা আমি স্পষ্ট বুঝতে পারি। ও যদি বলে খেলতে চাই না, তাহলে আমি বলে দেই, খেলো না। আর যদি বলি খেলতে হবে, তাহলে খেলবে। সাকিব যদি বলে খেলবে, তাহলে মন দিয়ে খেলবে। আর এই জিনিসটাই খুব গুরুত্বপূর্ণ।

বিসিবি সভাপতি আরও বলেন, আমি কখনো দেখিনি যে সাকিব এমন কিছু বলছে যা ও মন থেকে বিশ্বাস করে না। যদিও আমি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ওর বিরুদ্ধেই নিয়েছিলাম একটা সময়। কিন্তু ওর যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে, সাকিব খুবই সোজাসাপ্টা ও পরিষ্কারভাবে কথা বলে। ওকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় না।

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক করার পরামর্শ সাকিবের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply