‘সরকার পরিচালনায় প্রয়োজনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী’

|

সরকার পরিচালনায় প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী, এই মর্যাদা ধরে রাখতে হবে।

এ সময় পেশাগতভাবে দক্ষতা অর্জন করে দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জঙ্গিদমনসহ বিভিন্ন কাজ সফলভাবে পালন করছে। শান্তিরক্ষা মিশনে সদস্যদের সাফল্য বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেনা সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তাদের জীবনমান উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। সেনাবাহিনীর উন্নয়ন করা সরকারের কর্তব্য উল্লেখ করে, সশস্ত্রবাহিনীর জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply