খুলনায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে আজ

|

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আটক ৩৭ নেতাকর্মীকে পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) রাতে খুলনা সদর থানায় ৯২ জনের নাম উল্লেখহ অজ্ঞাত ৭/৮শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। উপ পরিদর্শক (এস আই) বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা করেন। সরকারি কাজে বাধা ও হামলা চালিয়ে ১৪ পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে মামলাটি করা হয়। পুলিশ জানায়, আসামিদের ধরতে তাদের অভিযান চলমান।

গতকাল বিকেলে কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। একপর্যায়ে ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ বাধে। বিকেল সোয়া ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে। সংঘর্ষে বিএনপির কয়েকজন কর্মী ও পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply