উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম শুরু

|

আজ থেকে উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। চার শতাধিক উপজেলার খোলা বাজারে বিক্রি হবে চাল ও আটা।

সকাল ৯টা থেকে নওগাঁর ১১টি উপজেলার ৪১টি স্থানে ওমএসএস কাযর্ক্রম চালু হওয়ার কথা থাকলেও, সবগুলোতে এখনো চালু হয়নি। তবে সদরের তিনটি স্থান সহ অন্যান্য উপজেলার বেশ কয়েকটি স্থানে ওএমএস কাযর্ক্রম চালু করেছেন ডিলাররা। এই কাযর্ক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৩ জন ডিলারের মাধ্যমে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
নারায়ণগঞ্জর ৫টি উপজেলায় আজ থেকে চাল বিতরণ শুরু হলেও রোববার থেকেই সোনারগাও ও রুপগঞ্জ উপজেলা পর্যায়ে চাল বিতরণ শুরু হয়েছে। তবে বড় আয়োজন থাকলেও চাল কেনায় সাধারণ মানুষের তেমন সাড়া নেই। কারণ হিসেবে, প্রচারণার অভাব আর সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দেয়াকেই দুষছেন বিক্রেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply