‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট সমস্যা ঈদের আগেই কেটে যাবে’

|

ফেনী রেলওয়ে ওভারপাসকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট সমস্যা ঈদের আগেই কেটে যাবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সাময়িক সংকটের জন্য দুখ:প্রকাশও করেছেন তিনি।

মন্ত্রী বলেন, ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে পণ্য ও যাত্রী পরিবহন সমস্যায় পড়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এরইমধ্যে এই ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১৫ মে ফেনি ওভারপাসের একটি লেন উদ্ধোধন করা হবে। আর ঈদের আগে বাকি লেনও খুলে দেওয়া যাবে বলে আশা করেন সড়ক পরিবহন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply