ঝিনাইদহে রহস্যজনক কারণে মারা যাচ্ছে লিচুভর্তি গাছ

|

ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত ও রহস্যজনক কারণে মারা যাচ্ছে লিচুভর্তি গাছ। চলতি মৌসুমে দেড় শতাধিক লিচুগাছ মারা যাওয়ায় দুশ্চিন্তায় বাগানিরা। বাকিসব গাছের মতোই ফল পাকতে শুরু করেছিল গাছগুলোতে। হঠাৎ অজানা রোগে মারা যাচ্ছে সেগুলো। ঝিনাইদহের কালীগঞ্জের দিশেহারা আবুল হোসেন বুঝতেই পারছেন না কীসে হলো এমন ক্ষতি।

খয়েরতরা গ্রামের ছাত্র তানভির। ৩৬টি লিচু গাছ মারা গেছে তার। ডালপালা ছেটে প্রানান্ত চেষ্টা করছেন কোনোভাবে যদি বাঁচানো যায় গাছগুলোকে। আবুল হোসেনের মারা গেছে ১৫টি গাছ। শুধু আবুল হোসেন কিংবা তানভির নন, কালীগঞ্জের ৬ জন কৃষকের দেড় শতাধিক লিচুগাছ মারা গেছে একইভাবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহায়মেন আকতার অবশ্য মনে করছেন, বৃষ্টির পানি বাগানে জমে থাকায় মারা গেছে গাছগুলো। তবে কৃষি বিভাগের বক্তব্য মানতে নারাজ কৃষকরা। তারা বলছেন, বেঁচে থাকা গাছগুলোকে সুরক্ষার জন্য কোনো পরামর্শ বা ব্যবস্থা না দিয়ে তারা বারবার একই কথা বলে যাচ্ছেন।

কৃষি বিভাগ ও কৃষকদের দেয়া তথ্যমতে, গাছগুলো মারা যাওয়ায় ৬ কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply