বার্লুসকোনির নিষেধাজ্ঞা প্রত্যাহার

|

রাজনীতি করার ওপর নিষেধাজ্ঞা উঠে গেলো ইতালির ৩ বারের প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির । রাষ্ট্রীয় পদেও দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

কর জালিয়াতির মামলায় ৫ বছর আগে তার সরকারি যে কোনো দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। এ কারণে সবশেষ নির্বাচনে অংশ নিতেও পারেননি বার্লুসকোনি । ৮১ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিকের আইনজীবীদের অনুরোধে আদালত নতুন করে পর্যালোচনা করে অভিযোগ । ২০১৯ সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা থাকলেও এক বছর আগেই তা তুলে নিলো আদালত। সবশেষ নির্বাচনে বার্লুসকোনির নেতৃত্বাধীন জোট বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি কোন পক্ষই। নতুন রায়ে অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার বাধা উঠে গেলো বার্লুসকোনির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply