হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

|

নিহত পলাশ আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন পলাশ আহমেদ নামের এক আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৯ মে) দুপুর আনুমানিক আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

হলের শিক্ষার্থীরা বলেন, দুপুর ১২টার দিকে হলের পুকুরে গোসল করতে নামেন পলাশ। সাঁতার কেটে একবার পুকুর পাড়ি দেয়ার পর আবারও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করেন তিনি। এরপর কিছুদূর যেতেই ডুবে যান পলাশ।

পরে, তার বন্ধুবান্ধবরা তার সন্ধানে পুকুরে নামেন এবং প্রায় ২০ মিনিট পর তাকে পুকুর থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ আসর সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে পলাশের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মৃতদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে যাওয়া হবে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply