ইউক্রেন যুদ্ধে মারা গেলেন ফরাসি সাংবাদিক

|

ইউক্রেন যুদ্ধে পেশাগত দায়িত্ব পালনের সময় গোলার আঘাতে নিহত হলেন এক ফরাসি সাংবাদিক। নিহত ফ্রেডেরিক লেক্লার্ক নামের ৩২ বছর বয়সী ওই সাংবাদিক কাজ করছিলেন সেভেরো-দোনেৎস্কে। সোমবার (৩০ মে) ইউক্রেনে কর্মরত অবস্থায় রাশিয়ান গোলার আঘাতে নিহত হন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

ফ্রান্স সরকার জানায়, নিহত ফ্রেডেরিক সেভেরোডোনেটস্কের কাছে অবস্থান করছিলেন। চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে এটি তার দ্বিতীয় সফর ছিলো। দীর্ঘ ছয় বছর ধরে বিএফএম টিভিতে কাজ করছিলেন তিনি। এদিন বাসিন্দাদের খবর সংগ্রহের জন্য উদ্ধারকারী একটি বাসের কাছে অবস্থান করছিলেন। এ সময় বোমার আঘাতে আহত হয়ে সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে সাংবাদিক নিহতের ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে ম্যাকরন সরকার। এর আগে গেলো মার্চে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় প্রথম নিহত হন এক মার্কিন সাংবাদিক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply