তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

|

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৮ জন।
পুলিশ জানায়, সকালে হবিগঞ্জের হরিতলা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফরহাদ মিয়া নামে একজনের মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহের গাবতলী এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভ্যানের চালক মানিক মিয়া মারা গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি মধ্যপাড়ার হাসান আলীর ছেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply