জুলাই থেকে রাজধানীতে বাড়ছে পানির দাম

|

পহেলা জুলাই থেকে রাজধানীতে পানির দাম বাড়ছে। এক হাজার লিটারে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

এ সময় আসন্ন রমজান মাসে সুপেয় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। এছাড়া রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকবে বলেও জানান ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক। এ সময় পানির দুর্গন্ধ ও নোংরা পানির জন্য পাইপ লাইনের ত্রুটি ও অপরিকল্পিত নগরায়ন কেই দায়ী করেন তিনি। আসন্ন বর্ষাতে রাজধানীতে জলাবদ্ধতার পরিমান কম থাকবে বলে দাবি করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তবে পর্যাপ্ত জলাধার ও স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় জলাবদ্ধা সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply