‘নেইমার পিএসজি ছাড়লে বড় ধাক্কা খাবে বার্সেলোনা’

|

নেইমার পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিলে বড় ধাক্কা খাবে বার্সেলোনা, বিপরীতে আরো বেশি শক্তিশালি হবে রিয়াল মাদ্রিদ মনে করেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

ইউরোপিয়ান ফুটবলে এখন সবচেয়ে বড় গুঞ্জন পিএসজি ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর। এমন খবরে অবশ্য আর্জেন্টিনার এক টেলিভিশনে প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনার প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি। নেইমারের সাঙ্গে বার্সার হয়ে অনেক শিরোপার ঘরে তুলেছেন এল এম টেন। তবে চির প্রতিদ্বন্দী রিয়ালের যোগ দিলে সেটা কাতালানদের জন্য বড় ক্ষতির কারণ বলে মনে করেন মেসি।

২০১৭ সালের আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরোয় ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারি সেন্ট জার্মেইয়ে পাড়ি জমান নেইমার। ২০২২ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি থাকলেও গণমাধ্যমে চাউর রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply