কোটা সংস্কার আন্দোলনের দুই নেতাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

|

কোটা সংস্কার আন্দোলনের দুই নেতাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ফুলার রোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে নেতারা অভিযোগ করেন, গতরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির তিন নেতা মহসিন হলে গিয়ে অস্ত্রের মহড়া দেন। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল্লাহ নুরু ও রাশেদকে আন্দোলন থেকে সরে আসার হুমকি দেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানানো হয় সমাবেশ থেকে। একইসাথে কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply