বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

|

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হয়নি কারও।

শনিবার (৪ জুন) যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) উপপরিচালক জেনিফার ম্যাককুইসটন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তাতে আরও জানানো হয়, দেশটিতে এ পর্যন্ত ২১ জনের দেহে মাঙ্কিপক্সের ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন সমকামী পুরুষ। আর ২১ রোগীদের ১৪ জনই আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন। অবশ্য এরমধ্যে কয়েকজন রোগী সুস্থ হয়েছেন। অন্যরাও চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পথে।

মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। যেটি এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। আফ্রিকার বাইরে গত মার্চে ইউরোপে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এছাড়া বিশ্বের অন্তত ২৫টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply