আজ দেখা যেতে পারে রমজানের চাঁদ

|

কবে থেকে শুরু হচ্ছে রোজা- কাল না পরশু? এ নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। সৌদি আরবে আগামীকাল থেকে রোজা শুরু হওয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। গতানুগতিক ধারায় অনেকে ভাবছেন, তাহলে বুঝি বাংলাদেশে পরশুদিন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে রোজা। কিন্তু, এবার এমনটি হওয়ার সম্ভাবনা কম। বরং, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে চাঁদ। আবহাওয়া অফিসও এমনটি জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে, চাঁদের বয়স হবে ১.০৩ দিন। চাঁদের স্থায়িত্ব হবে ৩২ মিনিট ৯ সেকেন্ড। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে, আকাশ মেঘমুক্ত থাকলে আপনিও স্বচক্ষে দেখে নিতে পারবেন রমজানের চাঁদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply