চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু

|

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত রাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বৃহস্পতিবার সাহরির শেষ সময় ভোররাত ৩টা ৪৬ মিনিট। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

এর আগে দুপুরে আবহাওয়া অফিস জানিয়েছিলো, আজ বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply