শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া গ্রামের মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসায় কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মাদ্রাসায় অধ্যয়নরত তৌহিদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার (৫ জুন) সকালে মাদ্রাসার টিনের ঘরের চালে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই মাদ্রাসা ছাত্র মৃত্যুবরণ করে। নিহত মাদ্রাসা ছাত্র বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মনসুর আহাম্মেদ জানান, আমরা দুর্ঘটনার কথা শুনেছি। যদি কেউ অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এটিএম/
Leave a reply