প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০টি রোহিঙ্গা শিশু

|

বাংলাদেশের আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিন গড়ে ৬০টি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। বুধবার, ইউনিসেফের এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

বাংলাদেশে সংগঠনটির প্রধান এডওয়ার্ড বেইগবেদের জানান, গতবছর সংকট শুরুর পর আশ্রয় শিবিরগুলোতে জন্ম নিয়েছে অন্তত ১৬ হাজার শিশু। যাদের বেশিরভাগই, মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের ফলাফল।

এদের মধ্যে মাত্র ৩ হাজার শিশুকে চিকিৎসা সুবিধা দেয়া সম্ভব হয়েছে। এডওয়ার্ড আরও জানান, এসব নবজাতক ও মায়েদের জন্য প্রয়োজন জরুরি স্বাস্থ্য সেবার। একটি সূত্র বলছে, গেলো সপ্তাহে আশ্রয়কেন্দ্রগুলোয় ১৮ হাজার ৩শ’ গর্ভবতী নারীকে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু, বাস্তব সংখ্যা ২৫ হাজারের বেশি।

২০১৭ সালের, আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নিপীড়ন শুরু হলে, বাংলাদেশে পালিয়ে আসেন ১০ লাখের বেশি রোহিঙ্গা।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply