আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা আবারও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মায়া। যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় নেতাকর্মীদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন মায়া। এছাড়া বিএনপি নেতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বানও জানান এ আওয়ামী লীগ নেতা।
/এমএন
Leave a reply