নাইজেরিয়ার ‘সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে’ অস্ত্রধারীদের বেপরোয়া গুলিতে কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। রোববার (৫ জুন) এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ হামলায় নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। খবর দ্য গার্ডিয়ানের।
প্রশাসন জানায়, অন্দো প্রদেশের গির্জাটিতে প্রার্থনা চলাকালে বোমার বিস্ফোরণ ঘটায় আততায়ীরা।
এসময় ছোঁড়া হয় এলোপাতাড়ি গুলি। পায়ের চাপে পিষ্ট হয়ে, আহত হন বহু মানুষ। স্থানীয় হাসপাতালে নেয়া হলে অনেককে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
এ হামলায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেয়ার ঘোষণাও দিয়েছেন। তবে এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সশস্ত্র সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে। আফ্রিকার দেশটিতে মুক্তিপণের দাবিতে প্রায়ই শিক্ষার্থীদের অপহরণ করা হয়। চালানো হয় প্রাণঘাতী হামলা।
এটিএম/
Leave a reply