নাজিব রাজাকের বাড়িতে আবারও তল্লাশি

|

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কুয়ালালামপুরের বাড়িতে আবারও তল্লাশি চালালো নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বুধবার রাতে চলে অভিযান।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, কাছের মসজিদে তারাবিহ’র নামাজ আদায়ের পর, নাজিব বাড়ি ফিরলে প্রবেশ করে শতাধিক পুলিশ সদস্য। ধারণা করা হচ্ছিলো, অর্থ কেলেঙ্কারি মামলায় নাজিবকে গ্রেফতারও করা হতে পারে। কিন্তু জিজ্ঞাসাবাদ আর তল্লাশিতেই শেষ হয় অভিযান।

পুলিশের অপরাধ বিভাগের প্রধান অমর সিং ইশার জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা সংশ্লিষ্ট নথিপত্র সন্ধানই ছিলো মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, রাজাকের বাড়ি-অফিস’সহ ৫টি স্থানে চালানো হবে তল্লাশি। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ থেকে ৭শ’ কোটি ডলার লোপাটের অভিযোগ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply