ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে

|

ঢাকা পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি।

কাতার বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছেছে বাংলাদেশে। বুধবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ফিফা বিশ্বকাপের ট্রফি।

প্রথা অনুযায়ী, বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিভিন্ন দেশ পরিভ্রমণে বের হয় ট্রফি। তারই অংশ হিসেবে পাকিস্তান থেকে দুইদিনের জন্য বাংলাদেশে এলো এটি। সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ও নির্বাহী কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করেন। বিশ্বকাপের ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। এ ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এসেছেন ট্রফির সঙ্গে।

বুধবার বিকেলে বঙ্গভবন এবং সন্ধ্যা ৭টায় বিশ্বকাপ ট্রফি গণভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল (৯ জুন) আর্মি স্টেডিয়ামে সাধারণ মানুষ ট্রফি দেখার সুযোগ পাবেন। এর আগে, ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল ঢাকায়।

আরও পড়ুন: কাতারে ফিরছে জিদানের ‘ঢুস’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply