অর্ধ কোটি ডলার নিয়ে আশরাফ ঘানির আফগানিস্তান ত্যাগের খবর মিথ্যা: মার্কিন প্রতিবেদন

|

আশরাফ ঘানি। ছবি: সংগৃহীত।

তালেবান ক্ষমতা দখলের সময় ৫০ লাখ ডলার নিয়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছাড়ার খবর সত্য নয়। মার্কিন সরকারের প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্যা ডিপলোম্যাট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বিপুল পরিমাণ অর্থ চুরি করে ঘানির দেশত্যাগের কোনো প্রমাণ মেলেনি। তবে পালানোর সময় হেলিকপ্টারে কিছু অর্থ ছিল। যা ১০ লাখ ডলারের বেশি নয় বলে দাবি ওয়াশিংটনের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই সময় প্রেসিডেন্টের বাসভবন থেকে ৫০ লাখ ডলার চুরি যায়। তবে এ অর্থের উৎস ও লুটপাটে জড়িতদের সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য জানতে পারেনি তদন্তকারীরা। গত বছর আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখল করে তালেবান। সে সময় প্রায় ১৭ কোটি ডলার নিয়ে আশরাফ ঘানি ও অন্য নেতাদের দেশ ত্যাগের দাবি করে তালেবান। তবে শুরু থেকেই এ দাবি অস্বীকার করে আসছেন ঘানি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply