আধুনিক রোবট তৈরি করে তাক লাগিয়ে দিলেন প্রত্যন্ত গ্রামের হাবিব

|

লালমনিরহাটের হাবিবের তৈরি রোবট।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম সুন্দ্রাহবি। সেই গ্রামে রোবট তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিব। রোবটটির নাম তিনি দিয়েছেন ‘চিট্টি’। তার দাবি, হোটেল বয় হিসেবে কাজ করতে পারবে ছোট্ট বালকের মতো দেখতে এই রোবট।

২০১৭ সালে স্কুল পর্যায়ের একটি বিজ্ঞান মেলায় রোবট তৈরি করে প্রথম স্থান অধিকার করেছিলেন হাবিব। এরপরই তাকে পেয়ে বসে রোবট তৈরির নেশা। দরিদ্র ঘরের সন্তান হাবিব। টিউশনি করে যা আয়, তাতেই চলে সংসার আর পড়ালেখার খরচ। এত টানাপোড়েনের মাঝেও লক্ষাধিক টাকা ব্যয় করে উদ্ভাবন করেন ‘চিট্টি’কে।

প্রথমে ইউটিউবে ভিডিও দেখেই রোবটটি তৈরির অনুপ্রেরণা পান হাবিব। জানান, ইউটিউবে বিভিন্ন হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত রোবট এবং রাস্তার দিক নির্দেশনারত বেশ কিছু রোবট দেখি। এরপরই বাংলাদেশে এমন একটি রোবট তৈরির চিন্তা মাথায় আসে। একটি রেস্তোরায়, হোটেল বয় হিসেবে কাজ করার জন্য রোবটটি তৈরি করা হয়েছে বলেও জানান হাবিব। হাবিবের তৈরি রোবট দেখতে বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। তার এমন আবিষ্কারে খুশি পরিবারও। অনেক ছোট বয়স থেকেই রোবটের প্রতি হাবিবের টান ছিল বলে জানান তার পরিবার ও প্রতিবেশী।

এই তরুণের এমন উদ্ভাবন নতুন প্রজন্মের মাঝে উদ্দীপণা জাগাবে বলে আশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের। তরুণ প্রজন্মই সামনে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply