বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি
বিএনপি কারও দেহত্যাগে বিশ্বাস করে না, তবে আওয়ামী লীগের পদত্যাগে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের দাবি বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। কিন্তু হত্যার হুমকি দেয়ার অভ্যাস আওয়ামী লীগের, বিএনপির নয়।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে অতীতে নির্বাচিত হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাই শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়।
/এমএন
Leave a reply