পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিন্না গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুপার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মঙ্গলবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মো. আলিমের ঘর থেকে তার বোনের মেয়ে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। ওই সময় ঘরে মুন্নির খালাত ভাই (নাইমের ফুপাতো ভাই) সাগর উপস্থিত ছিল। এ ঘটনার সূত্র ধরে আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম সাগরের কাছে মোবাইলের বিষয়ে জিজ্ঞাসা করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগরের বাবা কাঞ্চন মিয়া পেছন থেকে একটি কাঠ দিয়ে নাইমের মাথায় আঘাত করে। এতে নাইম সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় স্বজনরা নাইমকে উদ্ধার করে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করে। বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য নাইমকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। পরে রাতে নাইমকে ঢাকায় পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কেউ বাড়িতে না থাকায় আসল তথ্য জানা যায়নি। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply