ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে ২০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। প্রথম ক্রিকেটার হিসেবে এত বেশি অনুসারীর মালিক হলেন ভিরাট কোহলি। ক্রীড়াবিদদের মধ্যে তার চেয়ে বেশি অনুসারী আছে কেবল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর।
ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেও মাঠে সময়টা ভালো কাটছে না কোহলির। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর তাকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয় বোর্ড। অভিমান নিয়ে টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি নিজেই। আইপিএলে খারাপ সময় পার করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসারীর সংখ্যা ৪৫ কোটিরও বেশি। আর আর্জেন্টাইন তারকা মেসির অনুসারীর সংখ্যা সাড়ে তেত্রিশ কোটির মতো।
জেডআই/
Leave a reply