বিদ্যুৎ সাশ্রয়ের জন্য পাকিস্তান সরকার দেশটির রাজধানী ইসলামাবাদে রাত ১০টার পর সকল প্রকার বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। পাকিস্তানে চলমান অর্থনৈতিক ও বিদ্যুৎ সংকটের কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
বুধবার (৮ জুন) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাকিস্তানে চলমান বিদ্যুৎ সংকটের কারণে লোডশেডিং কমাতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সেদেশের সরকার। এবার লোডশেডিং আরও কমাতে এমন নিষেধাজ্ঞার আদেশ এলো সরকারের পক্ষ থেকে।
পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র আরও জানায়, এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইসলামাবাদ পুলিশকে কড়াকড়ি আদেশ দেয়া হয়েছে। এছাড়া নির্দেশ অমান্যকারীকে কঠোর শাস্তি দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply