চাকরি দেয়ার নামে প্রতারণা, সিআইডির হাতে গ্রেফতার ৩

|

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর যাত্রীবাড়ি এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। তবে এরই মধ্যে তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে সিআইডির সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় পুলিশ সুপার মুক্তা ধর। পুলিশ সুপার বলেন, আসামিরা প্রতারণায় অভিজ্ঞ ও সিদ্ধহস্ত। পদ্মা ট্রেডিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে তারা প্রতারণা শুরু করে। পরে নাম পরিবর্তন করে প্রতারণার নেটওয়ার্ক বিস্তৃত করে দেশব্যাপী।

২০১৭ সালে এদের বিরুদ্ধে মামলা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা শুরু করে বলেও জানায় পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply