ছবি: সংগৃহীত
দারুণ ফর্মে আছেন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজম। ঝুড়িতে যোগ করছেন একের পর এক সেঞ্চুরি। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার সাথে দলের পারফরমেন্সেও রাখছেন অনবদ্য ভূমিকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে আবারও হাঁকিয়েছেন সেঞ্চুরি। ওয়ানডেতে এটি বাবরের ১৭তম শতক।
শেষ পাঁচ ওয়ানডেতে বাবরের এটি চতুর্থ সেঞ্চুরি। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮, অস্ট্রেলিয়ার সাথে পরপর তিন ম্যাচে ৫৭, ১১৪, ও ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাবর রেখেছিলেন সময়ের সেরা ব্যাটার হওয়ার প্রমাণ। সব মিলিয়ে দেশের মাটিতে বাবরের এটি পঞ্চম সেঞ্চুরি।
আরও একটি নতুন রেকর্ড গড়েছেন বাবর আজম। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন সেঞ্চুরি দুইবার করার কীর্তি গড়েছেন এই পাকিস্তানি। প্রথমবার ২০১৬ সালে আরব আমিরাতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা তিন ইনিংসে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেছিলেন বাবর।
এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়ার সাথে ১১৪ ও অপরাজিত ১০৫ রানের দুই ইনিংস খেলার পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাবর।
নিজের পারফরমেন্স নিয়ে বাবর বলেছেন, নিজের খেলা ও শক্তির জায়গা নিয়ে কাজ করে যেতে চাই। আমরা ম্যাচটা যতদূর সম্ভব টানতে চেয়েছি, উইকেটও বেশ কঠিন ছিল। ক্রিকেট তো পাল্টাচ্ছে। আমাদের পরিকল্পনা করে সব সময় সক্রিয় থাকতে হবে। এই ম্যাচেও আমাদের পরিকল্পনা ছিল, তার বাস্তবায়ন হয়েছে।
কেবল সেঞ্চুরি নয়, অধিনায়ক হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান দলনেতা। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে এক হাজার রানের মালিক এখন বাবরের। মাত্র ১৩ ইনিংস খেলে পার করেছেন হাজার রানের গণ্ডি। এর আগে, অধিনায়ক হিসেবে ভিরাট কোহলির ১৭ ইনিংসে ছিল দ্রুততম হাজার রান করার রেকর্ড।
জেডআই/
Leave a reply