পাবনা প্রতিনিধি:
পাবনা ডিবি পুলিশের একটি দল অনুমোদনহীন নকল ও যৌন উত্তেজক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে। এসব ওষুধ তৈরির দায়ে আদালত একজনকে কারাদণ্ড ও জরিমানার করেছে।
অনুমোদনহীন ওষুধ তৈরি করায় প্রায় দেড় বছর আগে ইমপেল ফার্মা ইউনানী প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে ওষুধ প্রশাসন অধিদফতর। এরপরও তারা গোপনে নকল যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তি বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুরে ইপমেল ফার্মা ইউনানী ওষুধ কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ম্যানেজার মিরাজুলকে তিন মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা বরে। তাকে জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেয়া হবে।
/এডব্লিউ
Leave a reply