দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে দেইগু শহরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ।

কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক আদালতের পাশে অবস্থিত একটি আইনি সহায়তা কেন্দ্রে এই ঘটনা হয়। ল ফার্মটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ধোঁয়ার মধ্যে আটকে পড়েন বেশিরভাগ মানুষ। অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে। নাশকতার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, আগুন লাগানোর বিভিন্ন উপকরণ নিয়ে ভবনটিতে প্রবেশ করছেন ওই ব্যক্তি। সূত্র: বিবিসি।

আরও পড়ুন: ৫০ হাজার ঘুষ দিলেই মিলবে ছেলের দেহ, হাসপাতালের চাহিদা মেটাতে ভিক্ষা দম্পতির

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply