বাংলাদেশ রাষ্ট্রদূতের প্রচেষ্টায় ১৬১জন প্রবাসীকে ফিরিয়ে নিবে বাহরাইন সরকার। বাহরাইনে করোনাকালীন সময়ে বাংলাদেশে ছুটিতে এসে ভিসার মেয়াদ উত্তীর্ণ দেশে আটকা পড়া কর্মীদের পুনরায় বাহরাইনে আসার সুযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
বুধবার (৮ জুন) বিকেল ৪টায় দেশটির রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ছুটিতে গিয়ে ভিসার মেয়াদ উত্তীর্ণ দেশে আটকা পড়া কর্মীদের পুনরায় বাহরাইনে আসার ১৬১ জন্য কে সুযোগ দিয়েছ বাহরাইন সরকার,
সংবাদ সম্মেলনে বলা হয়, আটকে প্রবাসীরা বাংলাদেশী কর্মীদের আসার ক্ষেত্রে, প্রথমে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে, নিজে আবেদন করতে পারবেনা, মালিক পক্ষ থেকে আবেদন করতে হবে। মালিক কে বাহরাইন সরকার থেকে প্রাপ্ত ই ভিসার রেফারেন্স দূতাবাসের ইমেইলে বা হোয়াটসঅ্যাপে জানাতে হবে। ভিসা প্রাপ্তির পর বাংলাদেশি কর্মীগণ বাহরাইনে আগমনের পর ওয়ার্ক ভিসায় টান্সফার করে সি পি আর করতে পারবেন। দূতাবাস থেকে সকল কর্মীদের সাথে যোগাযোগ করবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দূতালয়প্রধান একেএম মহিউদ্দিন কায়েস ও শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান।
উল্লেখ্য, করোনা কালীন সময়ে বাংলাদেশে ছুটিতে গিয়ে প্রায় তিন হাজারের বেশি প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজ কর্মস্থলে ফিরতে পারেনি গেলো দুই বছর, অনেক প্রতীক্ষার পর অবশেষে রাষ্ট্রদূতের অক্লান্ত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রবাসীরা।
এটিএম/
Leave a reply