‘অমানুষ’ সিনেমায় নীরব এসেছেন নতুন এক লুকে। আর এ সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় প্রথম বারের মতো আসতে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছেন মিশা সওদাগরের মতো শক্তিমান খল অভিনেতাও। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুন।
সিনেমা মুক্তি পেতে বাকী আরও কিছু দিন। তবে তার আগেই এলো ট্রেলার। গল্পে আভাস মিলেছে গহীন এক জঙ্গলে অপরাধের ভিন্ন এক চরিত্র! আছে ভালবাসার আহবানও। সিনেমায় ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। ২ মিনিট চার সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ডাকাত দল একটি বনকে অশান্ত করে তুলছে। সিনেমায় মিশা সওদাগর, ডন, রাশেদ মামুন অপুকেও দেখা গেছে দুর্ধর্ষ রূপে।
সিনেমায় নীরবের সাথে জুটি বেঁধেছেন মিথিলা। এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পড় প্রথম বারের মতো আসছেন মিথিলা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নওশাবা, শহীদুজ্জামান সেলিম, আনন্দ খালেদসহ অনেকেই।
/এসএইচ

Leave a reply