লিওনেল মেসি। ফাইল ছবি।
এবার অভিনয় জগতে নাম লেখালেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার বিখ্যাত টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’র দ্বিতীয় মৌসুমে দেখা যাবে তাকে।
এরই মধ্যে দৃশ্যায়ন হয়েছে মেসির ক্যামিও উপস্থিতির। শুটিং সেট থেকে এই ফুটবলারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন সিরিজটির প্রযোজক।
এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে অংশ নিলেও এই প্রথম নাম লেখালেন ফিকশনে। তিনজন ফুটবল এজন্টকে নিয়ে আবর্তিত হয়েছে সিরিজের গল্প। আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় সিরিজটির শুটিং অনুষ্ঠিত হলেও মেসির শুটিং হয়েছে প্যারিসে। সিরিজটির দ্বিতীয় এই সিজন আগামী বছর প্রকাশিত হবে। দেখা যাবে স্টার প্লাস সিনেমায়। সিরিজে মেসির অভিনয় দক্ষতায় প্রশংসা করেছেন তার সহশিল্পীরা।
Lionel Messi will be in season 2 of Los Protectores! It will air on Start+ Latin America. pic.twitter.com/rIACNuUJsK
— Roy Nemer (@RoyNemer) June 8, 2022
মেসি সদ্যই অভিনয় জগতে পা দিলেও এ পথে পুরাতন ব্রাজিল তারকা নেইমার। টিভি সিরিজ ‘লা কাসা দে পাপেল’ এ দেখা গেছে নেইমারকে। যদিও এখনও অভিনয়ে দেখা যায়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। মেসি-নেইমার ছাড়াও এর আগে অভিনয় জগতে নাম লিখিয়েছিলেন পেলে, বব মুর ও আর্দিলেসের মতো তারকাদের।
তবে, অভিনয়ে নতুন হলেও এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি। পেপসি, লে’স চিপস এবং অ্যাডিডাসের বিজ্ঞাপন করেছেন এই আর্জেন্টাইন তারকা।
জেডআই/
Leave a reply