পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের মধ্যে অন্যতম তিনি। বিশ্বজুড়ে অসামান্য খ্যাতি অর্জন করা এ অভিনেতা একজন প্রযোজক এবং সুরকারও। আশির দশক থেকে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছেন হলিউডের পর্দায়। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো একেএ জনি ডেপ। আজ তার ৫৯তম জন্মদিন।
১৯৬৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মগ্রহণ করেন জনি ডেপ। অভিনয় জীবন শুরু হয়েছিল আশির দশকে ‘টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’ টিভি সিরিজ দিয়ে। টিভিতে ভূয়সী প্রশংসা অর্জনের পর সিনেমায় পা রাখেন জনি।
১৯৮৪ সালে ভৌতিক সিনেমা ‘আ নাইটমেয়ার অন এল্ম স্ট্রিট’ দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ তার। এরপর ‘স্লিপি হলো’, ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘র্যাঙ্গো’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। তার সর্বাধিক সাফল্য পাওয়া সিনেমা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। এ সিরিজের পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। যেগুলোর প্রত্যেকটিই পেয়েছে ব্যাপক সফলতা। তার অভিনীত প্রায় সব সিনেমাই বিশ্বব্যাপী ব্যবসাসফল। হলিউড ইনসাইডার জানাচ্ছে এ পর্যন্ত ৭.৬ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে জনি ডেপের সিনেমাগুলো।
দশবার মনোনীত হলেও অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার মাত্র একবারই পেয়েছেন জনি। সেরা অভিনেতা হিসেবে অস্কারেও মনোনয়ন পেয়েছিলেন তিনবার।
১৯৮৩ সালে প্রথম স্ত্রী লরি অ্যালিনসনের সাথে মাত্র দুই বছর সংসার করার পর ২০১৫ সালে আম্বার হার্ডকে বিয়ে করেন জনি। এই সংসারটিও টিকেছিল দুই বছর। জনির নির্যাতনের মামলা ঠুকেছিলেন অ্যাম্বার। তবে সম্প্রতি বিশ্বজুড়ে বহুল চর্চিত সেই মামলা জিতে গেছেন জনি। ব্যক্তিজীবনের এতো বিতর্ক ছাপিয়ে দর্শকদের কাছে তিনি অভিনেতা হিসেবেই বেশি প্রিয় এখনও।
যমুনা নিউজের পক্ষ থেকে জনি ডেপকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
/এসএইচ
Leave a reply