মধ্য চীনে প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (৯ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এমন তথ্য জানিয়েছে।
দেশটির গণমাধ্যম সিসিটিভির খবর অনুযায়ী, প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি বিমানবন্দরের আশপাশে গিয়ে বিধ্বস্ত হয়। এসময় বিমানবন্দরের আশপাশে থাকা বেশ কিছু ব্যক্তিগত বাড়িঘর এতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বিমানের পাইলট প্যরাস্যুটের মাধ্যমে নামতে সক্ষম হয়েছে এবং আহত অন্যান্যদের সাথে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সির অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, জিয়াংইয়াংয়ের একটি রাস্তা থেকে কালো ধোঁয়া উড়ছে। এছাড়া এর আগে ২০১৯ সালে চীনের হাইনা প্রদেশে নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট মারা যান।
এটিএম/
Leave a reply